আন্তর্জাতিক ডেস্ক:
ভারত অধিকৃত কাশ্মীর সীমান্তে সেনাদের গুলিতে এক স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছেন। ঘটনার পরপরই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো এলাকা কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, উত্তর কাশ্মীরের কুপাওয়ারা জেলার মাচিল সেক্টরের লাইন অব কন্ট্রোলে (লক) রোববার সকালে অনুপ্রবেশের চেষ্টা চালায় স্বাধীনতাকামী যোদ্ধারা। এসময় ভারতীয় সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এসময় এক স্বাধীনতাকামী যোদ্ধা ঘটনাস্থলেই নিহত হন বলে দাবি করেছে ভারতীয় বাহিনী।
শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। ঘটনার পরপরই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো এলাকা রাখা হয়েছে কঠোর নজরদারিতে। টাইমস অব ইন্ডিয়া জানায়, অধিকৃত কাশ্মীরে ভারতীয় বাহিনী এবছর অন্তত ২২টি হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। এসব অভিযানে কমপক্ষে ৩৮ জন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছেন।
দৈনিক দেশজনতা /এমএইচ