১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

সৌদি তেল শোধনাগারে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

দৈনিক দেশজনতা ডেস্ক:

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা সৌদি আরবের একটি তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের অব্যাহত আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে।
সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইয়াবাবু প্রদেশের তেল শোধনাগারে এ হামলা চালানো হয়। হামলায় ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বোরকান বা আগ্নেয়গিরি-২ ব্যবহার করা হয়েছে। স্কাড শ্রেণির এ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির কোনো বিবরণ এখনো পাওয়া যায় নি।
ইয়েমেনে সৌদি আগ্রাসনে এ পর্যন্ত নারী-শিশুসহ ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া, দেশটির অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আগ্রসনের পর থেকে ইয়েমেনে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কলেরা রোগের প্রকোপ দেখা দিয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ২:৪১ অপরাহ্ণ