১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

জিমে আঘাত পেয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

জিম করতে গিয়ে পিঠে ব্যথা পেয়েছেন জাতীয় দলের নিয়মিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। আর সেই ব্যথায় তাকে রোববার দুপুরের আগে নিতে হয়েছে হাসপাতালে। খুব গুরুতর কিছু নয় হয়তো। এমনটাই ভাবছেন সংশ্লিষ্টরা। কিন্তু আসলে এই চোটের স্বরূপটা জানতে হয়তো বিকেল বা সন্ধা পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্ক্যান করা হয়েছে। রিপোর্ট মিলবে এদিনই। আশা করা যাচ্ছে এমনটা।

জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ সামনে রেখে নিয়মিত ক্যাম্প করছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এখনো পুরোপুরি নেট সেশন শুরু হয়নি। ফিটনেসের ওপরই দেওয়া হচ্ছে জোর। ফিটনেসে অন্য অনেকের চেয়ে এগিয়ে মাহমুদউল্লাহ। ৩১ বছরের এই ব্যাটসম্যান এদিন নিয়মিত জিম ট্রেনিংয়ে ছিলেন। উপস্থিত অনেকেই দেখেছেন ঘটনাটা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে ওয়েট ট্রেনিংয়ের সময় পিঠে টান পড়ে মাহমুদউল্লাহর। ব্যথা পেয়ে আর থাকতে পারেননি। দ্রুত তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়।

মাহমুদউল্লাহর ফর্ম নিয়ে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বেশ কথা চলছিল। কিন্তু জাতীয় দলের ‘সাইলেন্ট কিলার’ এই ব্যাটসম্যান নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের বাঁচা-মরার ম্যাচে সাকিব আল হাসানের সাথে রেকর্ড জুটি গড়েছিলেন। সাকিবের সাথে নিজেও করেছিলেন অসাধারণ সেঞ্চুরি। ১০২ রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছেড়েছিলেন। ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে মাহমুদউল্লাহর অসাধারণ সেই ব্যাটিং ও সেঞ্চুরি। ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত মাহমুদউল্লাহ ৩৩টি টেস্ট, ১৪৫টি ওয়ানডে ও ৫৮টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে রান করেছেন প্রায় ৬০০০।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ২:৩০ অপরাহ্ণ