১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৭

মালিবাগে ডাস্টবিনে মৃত নবজাতক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মালিবাগে একটি ময়লার স্তূপ থেকে একদিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত দেড়টার দিকে রামপুরা থানার টহল পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।

রামপুরা থানার উপপরিদর্শক আতাউর জানান, রাতে ডিউটি করার সময় মালিবাগ সুপার মার্কেটের পাশের ডাস্টবিন থেকে মৃত ছেলে বাচ্চা উদ্ধার করা হয়। কাপড়ে মোড়ানো মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কে বা কারা এ মরদেহটি ফেলে রেখে গেছে তা জানা যায়নি বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ২:২৫ অপরাহ্ণ