১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১০

প্রথম হজ ফ্লাইট কাল

নিজস্ব প্রতিবেদক:

সরকারিভাবে শেষ হয়েছে প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের সার্বিক প্রস্তুতির কাজ । আগামীকাল সোমবার সরকারি ব্যবস্থাপনাধীন সকাল ৭টা ৫৫মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে (বিজি ১০১১) ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।

এদিকে, গত ২২ জুলাই শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনার হজ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে গত ২১ জুলাই শুক্রবার হজ ক্যাম্প পরিদর্শনে এসে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান চলতি বছরের হজ প্যাকেজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যোগ করা বাড়তি তিন হাজার টাকা মওকুফের ঘোষণা দেন। হজের প্রথম ফ্লাইট সম্পর্কে জানতে চাইলে হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা প্রথম ফ্লাইটের হজ যাত্রীদের সকল কাগজপত্র  হাতে পেয়েছি। আমরা হজ ক্যাম্পের কাউন্টার থেকে হজযাত্রীদের হাতে হাতে সব কিছু বুঝিয়ে দিচ্ছি।’

জানা গেছে, এ বছর সরাসরি মদিনাতে হজ ফ্লাইট যাবে। শতকরা ৩০ ভাগ যাত্রী পরিবহনের কথা থাকলেও বিভিন্ন এজেন্সির যাত্রীদের চাহিদার ওপর যাত্রী সংখ্যা নির্ধারিত হবে। তবে এ পর্যন্ত বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের দুটি করে মোট ৪টি ফ্লাইট মদিনাতে যাওয়ার জন্য চূড়ান্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজ প্যাকেজ-২০১৭ অনুযায়ী এ বছর মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। মোট যাত্রীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি) অর্ধেক আর সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স বাকি অর্ধেক যাত্রী পরিবহন করবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ২:৩২ অপরাহ্ণ