নিজস্ব প্রতিবেদক:
চিত্রনায়ক সাকিব খানকে বিএফডিসির ১৮টি সংগঠনের ‘অবাঞ্ছিত’ ঘোষণার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে আগামী ২৫ জুলাই থেকে তার শুটিংয়ে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবী। একই সঙ্গে এই অবাঞ্ছিতের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তথ্য সচিবসহ সংশ্লিষ্ট ১৮ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।
এর আগে রিট আবেদনটি দায়ের করেন শাপলা মিডিয়ার প্রতিষ্ঠাতা মো. সেলিম খান। আদালতের আদেশের পর সাকিবের পূর্ব চুক্তি অনুসারে ‘আমি নেতা হব’, ‘মামলা হামলা ঝামেলা’, ‘কেউ কথা রাখেনি’ ছবির শুটিং করতে পারবেন বলে জানিয়েছেন মামলার আইনজীবী। এর আগে গত ২৩ জুন সাকিব খানকে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করা হয় এবং এফডিসিতে উক্ত তিন ছবি করার বিষয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে চলচ্চিত্র পরিবার।
দৈনিক দেশজনতা /এমএইচ