১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

ত্রাণ না পাওয়ার অভিযোগ: প্রকাশ্যে কান ধরে মারধর করলেন আ’লীগ নেতা

সিলেট প্রতিনিধি:

সিলেটে বন্যাদুর্গত এলাকার এক বাসিন্দা ত্রাণ পাননি এমন অভিযোগ করার পর লাঞ্ছিত হয়েছেন ক্ষমতাসীন দলের নেতার হাতে । মারধর করার পর তার কান টেনে ধরেন ওই আওয়ামী লীগ নেতা। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে ন্যক্কারজনক এ ঘটনা ঘটেছে । ত্রাণ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুধী সমাবেশের আয়োজন করেন।এ সমাবেশে তাকে প্রকাশ্যে কান ধরে টানাহেঁচড়া, মারধর করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় দাউদপুর ইউনিয়ন পরিষদে ইনাতআলীপুর গ্রামের সোনা মিয়ার ছেলে লুৎফুর রহমান লকুসকে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল বাছিত বকুল মারধর করেছেন। শুধু মারধর করেই ক্ষান্ত হননি। ইউনিয়ন পরিষদ থেকে তাকে তাড়িয়ে দিয়েছেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যানসহ গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া জানান, ত্রাণ পাননি এমন অভিযোগ করার পর লকুস জনরোষের শিকার হন । ক্ষুব্ধ জনতার হাত থেকে তাকে বাঁচাতে ধাক্কা দিয়ে একটি কক্ষে নিয়ে রক্ষা করেছি। স্থানীয় ওয়ার্ড মেম্বার হিরা মিয়া জানান, এর আগে ভিজিএফ দেয়া হয়েছে। কিন্তু সে ত্রাণ পায়নি এমন অভিযোগ করার পর ক্ষেপে যান স্থানীয় আওয়ামী লীগ নেতারা । সে বিত্তশালী, ত্রাণ পাওয়ার উপযুক্ত নয়। এর বেশি তিনি কিছু বলতে চাননি। ইউপি চেয়ারম্যান এইচএম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অনেকেই অনেক অভিযোগ করেছেন সুধী সমাবেশে । লকুস মিয়া ত্রাণ পাননি অভিযোগ করার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল মিয়া জনগণের রোষানল থেকে বাঁচাতে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নেন। এর বাইরে কিছু ঘটে থাকলে তার জানা নেই।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ১:৫৮ অপরাহ্ণ