১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

আ.লীগ সহায়ক সরকারের জন্য গাড়ি পুড়িয়েছিল: মোশাররফ

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ৯৬ সালে আন্দোলনের নামে গাড়ি পুড়িয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
রোববার বেলা সাড়ে ১২ টার দিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, ৯৬ সালে আওয়ামী লীগ বলেছিল ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। নির্বাচন সহায়ক সরকারের অধীনেই হতে হবে। এই সহায়ক বা তত্ত্ববাধয়ক সরকারের দাবিতে তারা গাড়ি পুড়িয়েছিল। এখন সেই আওয়ামী লীগই বলছে সহায়ক সরকার বলতে কিছু নেই। তিনি বলেন, সংবিধান জনগণের জন্য, জনগণ সংবিধানের জন্য নয়। আলোচনা সভায় বিএনপি নেতা সামছুজ্জামান দুদু ও এডভোকেট আযম খান বক্তব্য রাখেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ২:০৬ অপরাহ্ণ