১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৪

সাকিবের হাত ধরে হুয়াওয়ের নতুন ফোন

নিজস্ব প্রতিবেদক:

অলরাউন্ডার সাকিব আল হাসানের হাত ধরে আসছে হুয়াওয়ের নতুন ফোন। আজ রাজধানীর একটি হোটেলে সাকিব ফোনটির অুনষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। তবে ফোনটির মডেল কি তা এখনো জানায়নি হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। ফোনটির সম্পর্কে জানতে চাইলে হুয়াওয়ে পক্ষ থেকে বলা হয়, এটা সবার জন্য চমক। অল্প কিছুক্ষণের মধ্যেই সবাই তা জানতে পারবেন।

অনুষ্ঠানে সাকিব নতুন ফোন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করার পাশাপাশি ঈদ উল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত ‘সেলফি উইথ সাকিব’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করবেন।

উল্লেখ্য, হুয়াওয়ের টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন সাকিব আল হাসান। অন্যদিকে হুয়াওয়ের আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে অ্যাম্বাসেডর হিসেবে আছেন লিওনেল মেসি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ১:২৫ অপরাহ্ণ