১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৩

বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীলফামারীর কিশোরগঞ্জে দুই ভাই মারা গেছেন। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার রণচন্ডি ইউনিয়নের দোলাপাড়া নামক স্থানে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন- শামসুল হকের ছেলে আব্দুল মালেক (৩০) ও আব্দুল খালেদ (২৫)। ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সদস্য আজিজার রহমান জানান, নিহত দুই ভাই তার আপন শ্যালক। তারা আমন ক্ষেতে সেচের জন্য ব্যবহৃত পাম্প বন্ধ করতে গিয়েছিলো। সে সময় বিদ্যুৎয়িত হয়ে তারা ঘটনাস্থলে মারা যান। কিশোরগঞ্জ থানার ওমি বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ১০:৩৮ পূর্বাহ্ণ