১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৭

বৃশ্চিকের জন্য রয়েছে ব্যবসায় সাফল্য

মেষ রাশি : আজ মেষ রাশির জাতক জাতিকাদের সকল প্রকার যোগাযোগ শুভ। সাংবাদিক ও লেখকদের দিনটি ভালো যাবে। বিদেশ থেকে ভালো সংবাদ পেতে পারেন। প্রতিবেশীর বাড়ীতে কোনো অনুষ্ঠানে অংশ নেবার যোগ প্রবল। আর্থিক অনিশ্চয়তা কিছুটা দূর হবে। ছোট ভাই বোনের কাছ থেকে আর্থিক সাহায্য লাভের সম্ভাবনা প্রবল।

বৃষ রাশি : আজ বৃষ রাশির জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থা বলবান হয়ে উঠবে। আজ কোনো আপ্যায়ণে অংশ নেবার সম্ভাবনা। রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ভালো আয়ের যোগ রয়েছে। বাড়ীতে আত্মীয় স্বজনদের আগমন হতে পারে। সঞ্চয়ের সুযোগ পেতে পারেন।

মিথুন রাশি : মিথুন রাশির জাতক জাতিকাদের আজ দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীরা লাভবান হবেন। জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। আজ রাজনৈতি বা সাংগঠনিক কাজে ব্যস্ত হতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি ঝামেলাপূর্ণ।

কর্কট রাশি : আজ আপনার ভ্রমনের পরিকল্পণা বাস্তবায়ন হতে পারে। দূরের যাত্রা শুভ। প্রবাসীদের কর্মস্থলে কোনো ভালো ঘটনা ঘটার সম্ভাবনা। সাংসারিক কাজে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে। কোনো নতুন কাজে হাত দিতে গিয়ে ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। আপনার আর্থ সামাজিক অবস্থা কিছুটা দূর্বল হয়ে পড়বে। ট্রান্সপোর্ট ব্যবসায় ঝুকি দেখা দেবে।

সিংহ রাশি : আজ আপনার জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। শিক্ষক ও গবেষকদের সময় ভালো যাবে। সামাজিক কাজে ব্যস্ত থাকতে পারেন। কর্ম সংক্রান্ত পরীক্ষায় অংশ নিতে পারেন। রাজনৈতিক কাজে সফলতা আশা করা যায়। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। পিতার সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সফল হতে পারে।

কন্যা রাশি : আজ আপনার জন্য ধর্মীয় ও আধ্যাত্মীক কাজ কর্ম শুভ। দূরের যাত্রায় সাফল্য আসবে। শিক্ষার্থীরা বৃত্তি লাভের সুযোগ পাবেন। ভাগ্য উন্নতিতে প্রভাবশালী আত্মীয়র সহায্য আশা করা যায়। জীবীকার তরে বিদেশ যাত্রার সুযোগ হতে পারে। কোনো আধ্যাত্মীক ব্যক্তির সাহায্য পাবেন।

তুলা রাশি : আজ আপনি একটু সাবধানে চলাফেরা করবেন। রাস্তাঘাটে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। বাড়ীতে পাওনাদারদের আগমনে কিছুটা বেকায়দায় পড়ার আশঙ্কা দেখা যায়। কোনো বন্ধুকে দেখতে হাসপতালে যেতে পারেন। ঔষধ ও প্রসাধন ব্যবসায়ীদের ভালো আয়ের যোগ রয়েছে।

বৃশ্চিক রাশি : আজ দম্পতিদের দিনটি ভালো যাবে। বহুদিন পরে জীবনসঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। নতুন ব্যবসায়ীক যোগাযোগ শুভ। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারবেন। যৌথ ব্যবসায় ভালো লাভের আশা করা যায়।

ধনু রাশি : আজ দম্পতিদের দিনটি ভালো যাবে। বহু দিন পরে জীবনসঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। নতুন ব্যবসায়ীক যোগাযোগ শুভ। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারবেন। যৌথ ব্যবসায় ভালো লাভের আশা করা যায়।

মকর রাশি : আজ মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হতে হবে। বাড়িতে কোনো কাজের লোকের কারণে ঝামেলা হতে পারে। গোপন শত্রুতার কারণে কোনো মূল্যবান দ্রব্য চুরি হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। আজ পোষা প্রাণি ক্রয়ের সম্ভাবনা। রাগ ও জেদের কারণে কিছুটা বেকায়দায় পড়ার আশঙ্কা।

কুম্ভ রাশি : সন্তানের সাথে দিনটি ভালো ভাবে কেটে যাবে। কোনো পার্কে বেড়াতে যেতে পারেন। শিক্ষার্থীদের দিনটি তুলনামূলক ভালো। প্রেমিক প্রেমিকাদের দেখা করার সুযোগ আসতে পারে। শিল্পীদের আজ কোনো অনুষ্ঠানে ব্যস্ত থাকার সম্ভাবনা। সৃজনশীল কাজের সাথে জড়িতদের নতুন সুযোগ লাভের যোগ।

মীন রাশি : পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত প্রত্যাশা পূরণের যোগ প্রবল। যানবাহন ক্রয় করতে পারেন। বাড়ীতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার যোগ। আত্মীয় স্বজনদের আগমনে খুব খুশি হবেন। বাড়িতে কোনো সংস্কার কাজ করতে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে।

 

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ৮:৪৪ অপরাহ্ণ