১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩০

শিশুদের ঝরে পড়া রোধ করতে হবে : মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক:

‘দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়া রোধ করতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিয়ে তাদেরকে মানব সম্পদে পরিণত করতে হবে। তা না হলে আমাদের উন্নয়নের সফলতা আসবে না।’শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত জামালপুর শহরের মুক্তমঞ্চ মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষা অর্জনের জন্য যেমন সরকারকে দায়িত্বশীল হতে হবে; তেমনি পরিবারের সদস্যদেরকেও দায়িত্বশীল হতে হবে। তা হলেই দেশের উন্নয়ন সম্ভব। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশই হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় না এলে এদেশে যুদ্ধাপরাধীর বিচার হতো না। শেখ হাসিনার জন্ম না হলে এদেশে একসাথে এতগুলো স্কুল জাতীয়করণ হতো না এবং শিক্ষকের বেতন বৃদ্ধি পেতো না। নিজের টাকায় পদ্মা সেতু ও হাতিরঝিল প্রকল্প বাস্তবায়ন হতো না। আওয়ামী লীগের মতো দলটি যদি সরকারে না থাকতো তাহলে দেশটাও এতদূর এগিয়ে যেতে পারতো না। জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জামালপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান স্বপন, পৌর শাখার সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ৮:৩৭ অপরাহ্ণ