১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০২

অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক পুলিশ কনস্টেবল সর্বস্ব খুইয়েছে। শনিবার বিকেলে মৌচাক মোড় থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই পুলিশ কনস্টেবলের নাম আশিকুর রহমান (২৮)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ জানান, আশিকুর রহমান রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত। বিকেল ৫টার দিকে লাব্বাইক পরিবহনের একটি গাড়ী থেকে মৌচাক মোড়ে তাকে অচেতন অবস্থায় নামিয়ে দেয়। ধারণা করা হচ্ছে চলন্ত গাড়ীতে তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন। তার সঙ্গে থাকা কিছুই পাওয়া যায়নি। পুলিশের পরিচয়পত্র দেখে তার পরিচয় সনাক্ত করা গেছে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ৮:৩১ অপরাহ্ণ