১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

গোপালগঞ্জে গ্রেফতার ২৭

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজাসহ সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় গোপালগঞ্জ সদর থানা দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ১৩ জন, মুকসুদপুর থানা ৭জন, কোটালীপাড়া থানা ৩ জন, কাশিয়ানী থানা ২ জন ও টুঙ্গিপাড়া থানা পুলিশ দুই জনকে গ্রেফতার করে। এদের মধ্যে নিয়মিত ও মাদক মামলার আসামি রয়েছে। গ্রেফতারদের শনিবার আদালতে হাজির করা হবে বলে জানান তারা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ৮:২৭ অপরাহ্ণ