বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
বহুজাতিক তথ্যপ্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চার বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। এ খবর এখন পুরনো।
নতুন খবর হলো দেশে আসছে ভারতের তথ্য-প্রযুক্তি কোম্পানি উইপ্রো। গ্রামীণফোনের আউটসোর্সিং কাজের ওপর নির্ভর করেই মূলত বাংলাদেশে আসছে উইপ্রো। নির্ভরযোগ্য একটি সূত্রে বিষয়টি জানা গেছে।
এখনও পর্যন্ত জানা গেছে, প্রাথমিকভাবে ২০০ কর্মী নিয়ে বাংলাদেশে কাজ শুরুর পরিকল্পনা রয়েছে উইপ্রোর। ইতোমধ্যে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।
তবে বাংলাদেশে কাজ শুরুর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও উইপ্রোর তরফ থেকে আসেনি।