নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। রোববার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি হওয়ার কথা ছিল। জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। গোলাম মোস্তফা জানান, তিন-চার দিন আগে এ বৈঠকটি ডাকা হয়েছিল। তবে বিএনপি মহাসচিব জরুরি ভিত্তিতে তার নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে যাওয়ায় বৈঠকটি স্থগিত করা হয়। এদিকে জোটের শরিক দল কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান জানান, সর্বশেষ কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে মহাসচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এরপর এই বৈঠকটি ডাকা হয়। বৈঠকের বিষয় সম্পর্কে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল।
দৈনিকদেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

