১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

ন্যায্য পাওনার দাবিতে বিজিএমইএ শ্রমিকদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক:

ন্যায্য পাওনার দাবি এবং নিয়মবহির্ভূত চাকরিচ্যুতির প্রতিবাদে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনের সামনে অবস্থান নিয়েছেন গাজীপুরের জয়দেবপুরে কোরিয়ান মালিকানাধীন সাচ্ছন কোম্পানির (বিডি) শ্রমিকরা। শনিবার রাজধানীর কারওয়ানবাজার এলাকায় অবস্থিত বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেন তারা। অবস্থানকারী শ্রমিকরা জানান, সাচ্ছন কোম্পানির (বিডি) কারখানায় ৬৮৭ জন শ্রমিকের বকেয়া বেতন-ভাতা, ওভারটাইম, নারী শ্রমিকদের মেটার্নিটি সুবিধার টাকা পরিশোধ না করে ভাড়াটিয়া সশস্ত্র মাস্তান দিয়ে শ্রমিকদের বের করে দিয়ে কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। এখন তারা মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে গত ৯ এপ্রিল শ্রম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিজিএমইএ সভাপতিকে লিখিতভাবে জানানো হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। তাই ন্যায্য পাওনা পরিশোধের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সরকার ও বিজিএমইএ কর্তৃপক্ষের প্রতি দাবি জানান অবস্থানকারী শ্রমিকরা। অবস্থান কার্মসূচিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের (এনজিডব্লিউএফ) সহ-সভাপতি সাফিয়া পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম, সাচ্ছন কোম্পানির শ্রমিক হেলেনা, মর্জিনা, ইসমত আরা প্রমুখ।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ৫:১১ অপরাহ্ণ