১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৮

হোসিয়ারি কারখানায় এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় রিপন(১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পূর্বদাপা এলাকায় একটি হোসিয়ারি কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়। হোসিয়ারির মালিক ও রিপনের মামা আতিক জানান, তার ভাগ্নে রিপন লালমনিরহাট সাক্ষী ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি আজিবপুর থানার সাদুল্লাপুর গ্রামের মোজাম্মেলের ছেলে। সম্প্রতি ফতুল্লায় তাদের হোসিয়ারি কারখানায় কাজ শিখতে গ্রামের বাড়ি থেকে আসেন।
রিপন কারখানায় থেকে কাজ শিখতেন। আতিক বলেন, সকালে ডাকাডাকির পরও রিপন কারখানার দরজা না খোলায় পুলিশ খবর দেই। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রিপনের লাশ ঝুলছে। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ৫:০৪ অপরাহ্ণ