২১শে জানুয়ারি, ২০২৫ ইং | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৫৮

‘রাজনীতি’ যৌথ প্রযোজনা থেকে এগিয়ে

বিনোদন ডেস্ক:

২০১৭ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তিনটি ছবি— যৌথ প্রযোজনার ‘নবাব’, ‘বস টু’ ও দেশীয় প্রযোজনার ‘রাজনীতি’। প্রথম সপ্তাহে মাত্র ৪০টি হল পেলেও পঞ্চম সপ্তাহে এসে বাকি দুটি ছবিকে ছাড়িয়ে গেছে ‘রাজনীতি’। ছবিটির পরিচালক বুলবুল বিশ্বাস জানালেন, ২১ জুলাই থেকে ৫০টি হলে ছবিটি চলছে ‘রাজনীতি’। এর মধ্যে অধিকাংশ হলে দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ পার করছে। এদিকে পঞ্চম সপ্তাহে ‘নবাব’ চলছে ৪৯টি হলে, ‘বস টু’র দখলে রয়েছে ২৫টি হল। ‘রাজনীতি’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। আরো আছেন আলীরাজ, সাদেক বাচ্চু ও অমিত হাসান। ছবিটি প্রযোজনা করেছে অ্যারো মোশন পিকচার্স। এবার দেখে নিন ‘রাজনীতি’র হল তালিকা—

ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), মধুমিতা (ঢাকা), চম্পাকলি (টঙ্গী), বর্ষা (জয়দেবপুর), গীত (ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), পান্না (মুক্তারপুর), শঙ্খ (খুলনা), চিত্রামহল (ঢাকা), চন্দ্রিমা (শ্রীপুর), জোনাকি (ঢাকা), পূরবী (ঢাকা), সাগরিকা (চালা), চিত্রালী ( খুলনা), হ্যাপি (লক্ষীপুর), হীরামন (নেত্রকোণা), কেয়া (টাঙ্গাইল), মোহনা (কোনাবাড়ি), মুন (হোমনা), নবীন (মানিকগঞ্জ), সোনিয়া (বগুড়া), বনলতা (ফরিদপুর), চলান্তিকা (গোপালদি), চিত্রাবাণী (গোপালগঞ্জ), হিরক (গোবিন্দগঞ্জ), ঝঙ্কার (বক্সীগঞ্জ), ময়নামতি (কুমিল্লা), পান্না (চুয়াডাঙ্গা), সংগীতা (সাতক্ষীরা), শাহীন (বল্লাবাজার, টাঙ্গাইল), তিতাস (পটুয়াখালী), মিলন (মাদারীপুর), আনন্দ (কুলিয়ারচর), রুমা (মুক্তাগাছা), বৈশালী (বাউফল), মোহন (হবিগঞ্জ), রাজিয়া (নাগরপুর), ঝর্ণা (দাউদকান্দি), মধুমতি (মাগুরা), ছবিঘর (ঝিনাইদহ), সানলাইট (কাঞ্চন), শিল্পী (বাঞ্ছারামপুর), পদ্মা (শিবগঞ্জ), রাজু (ঈশ্বরদী), নসীব (সাপাহার), উল্লাস (বীরগঞ্জ), শিল্পী মিলন (মধ্যনগর), আয়না (আক্কেলপুর), গ্যারিসন (কুমিল্লা ক্যান্টনমেন্ট) ও প্রতিভা (রাজৈর)।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ৪:৫২ অপরাহ্ণ