২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৩২

খুলনায় অপহৃত ২ কলেজ শিক্ষার্থী উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে র‌্যাব পরিচয়ে দু’কলেজ শিক্ষার্থীকে অপহরণের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) স্টাফ কোয়ার্টার থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বাবুর্চি মো. দুলাল হাওলাদারের বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া দু’শিক্ষার্থী হলেন— পিরোজপুর জেলার জিয়ানগর থানার বালিয়াপাড়া গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে খুলনা আযম খান কর্মাস কলেজের ছাত্রী ও খুলনা নগরীর এম এম মেমোরিয়াল (সিটি) কলেজ শিক্ষার্থী ও মিয়াপাড়া এলাকার বাসিন্দা আল শাহরিয়ার।

এ ঘটনায় মো. দুলাল হাওলাদার, তাওহিদুল ইসলাম নয়ন ও রুবেলকে আটক করা হয়েছে। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, এই চক্রটি ওই দুই কলেজ শিক্ষার্থীকে আপহরণ করে আটকে রেখে তাদের পরিবারের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। উদ্ধার হওয়া ছাত্রী বাদী হয়ে আটক তিন জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছেন বলেও জানান তিনি।

ওই ছাত্রী জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার বাগেরহাট বাসস্ট্যান্ড তার বন্ধু শাহরিয়ার সাথে দেখা হয়। কিছু সময় পর দুলাল হাওলাদার, তাওহিদুল ইসলাম নয়ন ও রুবেল নিজদের র‌্যাব পরিচয় দিয়ে তাদের সাথে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। তার পর বাসে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) স্টাফ কোয়ার্টারে আনার পর ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ৩:৩৭ অপরাহ্ণ