১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

আবারো আ’লীগকে ক্ষমতায় আনার চেষ্টা করছে ইসি

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশন (ইসি) একদলীয় নির্বাচনের মাধ্যমে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার দুপুরে এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। সহায়ক সরকারের অধীনে জতীয় নির্বাচনের দাবিতে আলোচনা সভাটির আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘নির্বাচন কমিশনের দেওয়া রোডম্যাপের প্রস্তাবনায় মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার কোনো রোড বা ম্যাপ নেই। এ রোড-ম্যাপের দ্বারা কীভাবে একদলীয় নির্বাচনের মাধ্যমে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যায় তার চেষ্টা করছে কমিশন।’

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নির্বাচনের দুই-তিন মাস আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন তা হবে না। সরকারি দল এখন থেকে নির্বাচনী প্রচারণা করবে, আর বিরোধী দলকে সভাও করতে দেওয়া হবে না— এটা নিরপেক্ষতার প্রমাণ নয়।’

দেশের যে রাজনৈতিক সঙ্কট তার সঙ্গে ইসির কাজের কোনো মিল নেই দাবি করে মওদুদ বলেন, ‘এখন থেকেই সব রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’

এ সময় তিনি সংবিধানের কথা উল্লেখ করে বলেন, ‘দেশের বর্তমান সমস্যা সাংবিধানিক নয়, রাজনৈতিক সঙ্কট। সংবিধানের দোহাই দিয়ে নয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে দেশের চলমান সঙ্কট সমাধান করতে হবে।’

খালেদা জিয়ার লন্ডন যাওয়া নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের তীব্র সমালোচনা করে মওদুদ বলেন, ‘পালিয়ে যাওয়ার ইতিহাস খালেদা জিয়ার নেই। যাদের আছে তারা সমঝোতা করে চলে গিয়েছিলেন।’

আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, গণস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ৩:১৮ অপরাহ্ণ