১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

শাহরুখের ছোট ছেলে বলল ‘বাবা হ্যান্ডসাম’

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম স্টার কিড আব্রাম। শাহরুখ খানের ছোট ছেলে বলিউডের যেকোনো পার্টিতে সবার নজর কেড়ে নেয়। বাবার খ্যাতির অর্থ বোঝার বয়স হয়নি তার। তবুও আব্রাম নিজের মতো করে ব্যাখ্যা করে নিয়েছে । বাবার এত জনপ্রিয়তার কারণ খুঁজে নিয়েছে। কী সেই ব্যাখ্যা? সম্প্রতি এক সাক্ষাৎকারে তা শেয়ার করেছেন শাহরুখ খান।

ভারতের আনন্দবাজার পত্রিকাকে শাহরুখ জানিয়েছেন, একদিন তার বড় ছেলে আরিয়ান হঠাৎ আব্রামের কাছে জানতে চায় যে কেন বাবার সঙ্গে মান্নাতে এত লোক দেখা করতে আসে জানিস? আব্রাম কোনো উত্তর দেয়নি। আরিয়ানের পরের প্রশ্ন ছিল, বাবা কী করে জানিস? আব্রামের উত্তর ছিল ‘শুটিং’। তখন কৌতূহলী আরিয়ান জিজ্ঞাসা করে, ‘বাবা কে জানিস?’ আব্রাম চটজলদি জবাব দেয়, ‘অভিনেতা’। এরপর আরিয়ান যখন জানতে চায়, কেন সাধারণ মানুষ বাবাকে কাছ থেকে দেখতে চায়? এ প্রশ্নের সবচেয়ে মজার জবাব দিয়েছে আব্রাম। তার কথায়, ‘বাবা হ্যান্ডসাম। তাই সবাই বাবাকে কাছ থেকে দেখতে চায়।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ১১:০২ পূর্বাহ্ণ