১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

বেনাপোল রেল স্টেশনে টিকেট না থাকায় টাকা যাচ্ছে কর্মকর্তাদের পকেটে

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল রেলষ্টেশনে বেনাপোল থেকে খুলনাগামী কমিউটার ট্রেনের টিকিট না থাকায় সাধারণ মানুষ হতবিহ্বল। তাদের প্রশ্ন- বেনাপোল থেকে খুলনাগামী মাত্র দুইবার ট্রেন ছেড়ে যায়। সেখানে টিকিট না থাকার কারণ জানতে চাওয়া হয়। যাত্রীদের নিকট থেকে অভিযোগ পেয়ে সরাসরি স্টেশনে গিয়ে টিকিট চাইলে সাফ জানিয়ে দেয় কোনো টিকিট নাই। ট্রেনের ভিতর টিটির কাছে টাকা দিলে হবে।
বেনাপোল রেল স্টেশন মাষ্টার আজিজুর রহমান বলেন, আমরা টিকিটের জন্য রিকুইজেশন দিয়েছি। চট্রগাম থেকে টিকিট আসলে আপনারা টিকিট পাবেন। তিনি আরো বলেন, আমি কী করব। আমি চুক্তি ভিত্তিক নিয়োগে আছি। আপনি স্টেশন মাস্টার সাইদ সাহেবের সাথে কথা বলেন।
কমিউটার ট্রেনের যাত্রীদের অভিযোগ, ট্রেনের ভিতর টাকা নিয়ে টিটি তাদের কোনো টিকিট দেয় না। সরকারি এ টাকা টিকিট সংকট দেখিয়ে ট্রেনের মাস্টার এবং টিটি সহ অন্যান্য কর্মকর্তারা ভাগ বাটোয়ারা করে নেওয়ার অভিযোগ করেন বেনাপোল থেকে খুলনাগামী যাত্রী আবু রায়হান, শিল্পী বেগম সহ অনেকে। তারা বলেন, সরকারি ট্রেনে কেন এত অনিয়ম থাকবে । এ ভাবে অনিয়ম করার জন্য রেল খাতে ঘাটতি পড়বে।
বিশেষ সূত্র জানায়, কোন রকম শৃংখলা ছাড়া বেনাপোল থেকে ছেড়ে যাওয়া কমিউটার ট্রেনে এর আগে দেখা গেছে টিকিট না কেটে ভিতর থেকে টিটিকে কিছু ধরিয়ে দিয়ে যাত্রীরা চলে গেছে। আমাদের দেশের অব্যবস্তাপনার জন্য রেলের কোন উন্নতি নাই বলে সূত্রের দাবি করে। ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রী নির্মল বলেন, ভারতে সুশৃংখল ভাবে লাইনে দাঁড়িয়ে হাজার হাজার লোক টিকিট নিচ্ছে। কারণ যদি ধরা পড়ে জরিমানা হবে বড় অংকের। অন্যদিকে বাংলাদেশে জরিমানা তো দূরের কথা টিটি ফাঁকি দেওয়ার কাজে সহযোগিতা করে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ১১:১৮ পূর্বাহ্ণ