নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামত করতে গিয়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের । উপজেলার কাকিনা ইউনিয়নের বানিনগর এলাকায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। দুই শ্রমিক হলেন– উপজেলার কাকিনা ইউনিয়নের চাঁপারতল গ্রামের মনসুর আলীর ছেলে রুবেল মিয়া (২৩) এবং একই গ্রামের আব্দুর জব্বার আলীর ছেলে মোরসালিন (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার বিকেলে লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কে কাকিনা বানিনগর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ৩৩ হাজার কেভি সঞ্চালন লাইনের একটি খুঁটি হেলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। সেটি মেরামত করতে ঠিকাদারের শ্রমিক হিসেবে যোগ দেন রুবেল ও মোরসালিনসহ পিডিবির লোকজন। রাত ১০টার দিকে তারা চেন পুলিশের সাহায্যে বানিনগর এলাকায় হেলেপড়া ওই বৈদ্যুতিক খুঁটি সোজা করতে যান। এ সময় খুঁটিতে থাকা তার ছিঁড়ে পড়লে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়।
তবে স্থানীয়রা অনেকেই জানান, এ সময় পালিয়ে যায় বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীসহ কর্মীরা গাড়ি ফেলে । পরে এলাকাবাসী ওই দুই শ্রমিককে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে রাত ১২টার দিকে রুবেল ও মোরসালিনের লাশ বাড়িতে নিয়ে যান স্বজনেরা।কালীগঞ্জ হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সাহেদুজ্জামান লিংকন জানান, হাসপাতালে আনার আগেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে জানতে হাতীবান্ধা উপজেলা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী রফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
দৈনিকদেশজনতা/ আই সি