২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৪

ফিলিস্তিনি বিক্ষোভে ইসরাইলি সেনার গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:

পূর্ব জেরুজালেম ও দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ফিলিস্তিনি ৩ নিহত হয়েছেন , ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি । গতকালও মসজিদুল আল আকসাকে ঘিরে সাম্প্রতিক সময়ে চলমান বিক্ষোভে ফিলিস্তিনিদের সাথে ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষ বাঁধে। এতে ৩ জন নিহত ও ৩ শতাধিক আহতের ঘটনা ঘটে। এ দিন আটক করা হয় ২৭ জন ফিলিস্তিনিকে। এর আগের কয়েক দিনের সহিংসতায়ও ইসরায়েলি সেনার হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হন । প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, তিনি এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইসরায়েলের সাথে সবধরণের যোগাযোগ স্থগিত করছেন।

আগের সপ্তাহে ২ ইসরায়েলি পুলিশের নিহতের ঘটনায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনার জেরে মসজিদুল আকসার প্রাঙ্গণে ইসরায়েল ৩ ফিলিস্তিনিকে হত্যা করে । সেইসাথে মুসল্লীদের জন্য মুসজিদ বন্ধ করে দেয় । পরবর্তীতে প্রতিবাদের মুখে নামাজের জন্য মসজিদের দরজা খুলে দিলেও ফটকে নিরাপত্তা ব্যবস্থা বসায় । ফিলিস্তিনিরা নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে মসজিদে প্রবেশে বিরোধিতা করে এবং সেটি তুলে নেয়ার বিক্ষোভ শুরু করে। এরমধ্যে দিয়ে চলমান বিক্ষোভে কয়েক শতাধিক ফিলিস্তিনি আহত হন এবং এই ৩ জনের নিহতের ঘটনা ঘটে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২২, ২০১৭ ১০:৩৫ পূর্বাহ্ণ