১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৮

প্রেসার কুকারে বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক:

ডুমুরিয়া উপজেলায় অজ্ঞাত যুবকের রেখে যাওয়া একটি প্রেসার কুকারের ভিতর থাকা বোমা বিস্ফোরিত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘোনা বান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, ঘোনা বান্দা এলাকায় জ্যোতিন্দ্র নাথ বিশ্বাসের চায়ের দোকানে বেশ কিছু লোক বসেছিলেন। এ সময় এক যুবক সেখানে গিয়ে চা পান করেন। পরে ওই যুবক তার কাছে থাকা ব্যাগের মধ্যে একটি প্রেসার কুকার রাখতে বলে অদূরে দোকানে সিগারেট আনতে যান।
“এর কিছুক্ষণ পর ওই প্রেসার কুকারের মধ্যে বিস্ফোরণ ঘটে।”
দূর নিয়ন্ত্রণ ব্যবস্থায় ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি সুকুমার।
ওসি আরও বলেন, প্রেসার কুকারের ঢাকনা সামান্য বেঁকে গিয়ে বিস্ফোরিত বোমার সামান্য অংশ বের হয়। প্রেসার কুকারের মধ্যে ঘড়ির যন্ত্রাংশ ও বোমা তৈরির বিভিন্ন উপাদান দেখতে পাওয়া যায়।
ওসি বলেন, নাশকতার উদ্দেশ্যে হয়ত প্রেসার কুকারের ভিতর ওই বোমাটি রাখা হয়েছিল।
ব্যাগ রেখে যাওয়া ওই যুবকের খোঁজ পাওয়া যায়নি বলে জানান ওসি সুকুমার।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২১, ২০১৭ ১০:১০ পূর্বাহ্ণ