১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে যানজট ২০ কিলোমিটার জুড়ে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে কোলকাতা থেকে ঢাকামুখী শ্যামলী পরিবহনের পর্যটকবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বড় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও মহাসড়কে অন্তত ২০ কিলোমিটার যানজট দেখা দিয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ট্রাকের চালক, সহকারী এবং বাসের যাত্রী মিলে মোট ৫ জন আহত হয়েছেন। তবে মুখোমুখি সংঘর্ষের পর দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়কে উল্টে যাওয়ায় অন্তত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ফলে মহাসড়কের উভয় দিকে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে।

সকাল ৭টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকামুখী সাকুরা পরিবহনের সুপারভাইজার জানান, মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ড থেকে নবীনগর পর্যন্ত যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। এই দীর্ঘ পথে আটকা পড়েছে হাজার হাজার যানবাহন। দুর্ঘটনার পাশাপাশি ভারি বর্ষণের ফলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২১, ২০১৭ ১০:১৪ পূর্বাহ্ণ