১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৩

সীতাকুণ্ডে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন মারা যাওয়া খবর পাওয়া গেছে।
শুক্রবার ভোরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুরের ছিন্নমূল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল ইসলাম ভূঁইয়া এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যুর খবর পেয়েছি। তবে এখনও নাম পরিচয় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২১, ২০১৭ ১০:০৬ পূর্বাহ্ণ