২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৪২

বিমান যাত্রীর পেট থেকে ১২ স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কৌশলে তলপেটে করে ১২টি স্বর্ণের বার পাচার করছিলেন বেলাল হোসেন নামে এক ব্যক্তি। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে তিনি ধরা পড়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের হাতে। পরে তার পায়ুপথ দিয়ে বিশেষ কৌশলে বের করে আনা হয় সোনার বারগুলো।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, বেলাল হোসেন শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজে সকাল ১০টার দিকে চট্টগ্রাম বিমানবন্দর পৌঁছান। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। উদ্ধারকৃত সোনার দাম প্রায় ৬৫ লাখ টাকা বলে জানান তিনি।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, এই যাত্রী প্রথমে স্বীকার করতে না চাইলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পেটে সোনার বার লুকিয়ে আনার কথা স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে ওই যাত্রী জানিয়েছেন তাঁরা চার বন্ধু সোনা পাচারের ব্যবসা শুরু করেছিলেন। এটি ছিল প্রথম চালান।

আটক যাত্রী শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান কর্মকর্তারা।

M/H

প্রকাশ :মে ৯, ২০১৭ ২:৪৫ অপরাহ্ণ