১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল পাঁচ বাসযাত্রীর

নিজস্ব প্রতিবেদক:

যশোরে যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন যাত্রী।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যশোর-ব-১১-০০৮৪) কুষ্টিয়া যাওয়ার পথে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে কড়াই গাছে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। বাসটির প্রায় সব যাত্রীই হতাহত হয়েছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি একেএম আজমল হুদা ঢাকাটাইমসকে জানান, দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠিয়েছে

M/H

প্রকাশ :মে ৯, ২০১৭ ২:৫৮ অপরাহ্ণ