নিজস্ব প্রতিবেদক:
হকার সমস্যার স্থায়ী সমাধানে আগামী ২৫ মে জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করবে হকার সংগঠনগুলো। সমাবেশ শেষে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হকাররা দেখা করবেন বলে জানিয়েছেন হকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল হোসেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়নসহ ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ আয়োজিত রমজান মাসে পূর্ন দিবস হকারি করা এবং মামলা হামলা জেল জরিমানা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
আবুল হোসেন বলেন, প্রধানমন্ত্রী আমাদের শেষ ঠিকানা। দুই মেয়র আমাদের সঙ্গে বেঈমানী করেছেন। তারা বড় শিল্পপতিদের কাছ থেকে টাকা খেয়ে হকার সমস্যার সমাধান করছে না। দুই মেয়র নাকি হকার উচ্ছেদ করে সেখানে শিল্প কারখানা গড়ে তুলবে। দেশীয় পুঁজির সর্বানাশ করে বহুজাতি পুঁজি আমদানি করবে। এসব কথা বলার জন্যই আমরা আমাদের শেষ ঠিকানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবো।
তিনি বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন হকারদের কোনও কথাই রাখেননি। তিনি একঘেয়েমি মনোভাব দেখিয়ে বুলডেজার দিয়ে জোড়পূর্বক হকারদের উচ্ছেদ করেছেন। ইতোমধ্যে আমাদের ৬ জন হকার নিহত হয়েছে। এর দায়ভার সাঈদ খোকনকেই নিতে হবে। হকার সমস্যার সমাধান হলে হকাররা আর ব্যক্তি কাউকে চাঁদা না দিয়ে রশিদের মাধ্যমে সরকারকে চাঁদা দেবে।
হকার সমস্যার স্থায়ী সমাধান করতে জাতীয় নীতিমালা প্রণয়ন করতে হবে বলে মনে করেন এই হকার নেতা।
সমাবেশে আরও বক্তব্য রাখেন হকার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা, আরিফ চৌধুরী, আব্দুর রাজ্জাক, আবুল কালাম জুয়েল প্রমুখ।
M/H