১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

শুনানির মুখোমুখি ট্রাম্পের ছেলে ও জামাই

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে, জামাই ও সাবেক প্রচার ব্যবস্থাপককে সিনেট কমিটির শুনানির সম্মুখীন হতে হচ্ছে। কংগ্রেসের দু’টি তদন্ত কমিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে কিনা তা খতিয়ে দেখছে।

তদন্তের স্বার্থে তারা এই ৩ জনকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা। ফলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, জারেড কুশনার এবং পল ম্যানাফোর্টকে রাশিয়ার কর্মকর্তাদের সাথে তাদের যোগাযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা ৩ জনই গত বছর নিউইয়র্কে রাশিয়ান এক আইনজীবীর সাথে বৈঠক করেন।

এদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও পল ম্যানাফোর্টকে বুধবার সিনেট কমিটিতে উপস্থিত হওয়ার জন্য ডাকা হয়েছে। আর জারেড কুশনার এদিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির মুখোমুখি হবেন। সাবেক এফবিআই প্রধান জেমস কোমির পর এটিই সিনেটের উচ্চ পর্যায়ের শুনানি হবে বলে ধারণা করা হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২০, ২০১৭ ৩:২৮ অপরাহ্ণ