২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২২

দুদকের মামলা থেকে তৈয়মুর আলমকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক:

বিআরটিসির বিভিন্ন পদে ৫৩৭ জনকে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী তৈয়মুর আলম খন্দকারকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার এ সংক্রান্ত জারি করা এক রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন।  আদালতে তৈয়মুর আলম খন্দকারের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, আইনজীবী এএসম মো. আলী, আইনজীবী মিতা ইয়াসমিন এবং ব্যারিস্টার মরিয়াম খন্দকার।

পরে তৈয়মুর আলম খন্দকার সাংবাদিকদের জানান, তিনি বিআরটিসির তৎকালীন চেয়ারম্যান থাকা অবস্থায় ৫৩৭ জনকে স্থায়ী চাকুরি দেন বিআরটিসিতে। চাকুরিতে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০০৮ সালে আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন দুদক। ওই মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করা হয়। তখন ওই আবেদনের শুনানি নিয়ে রুল জারির নির্দেশনা দেন হাইকোর্ট। আজ ওই রুলের চূড়ান্ত শুনানি করে তাকে মামলা থেকে অব্যাহতির রায় দেন আদালত।

তবে এর আগেও বেবিট্যাক্সি বিতরণে অনিয়ম হয়েছে মর্মে তৈয়মুর আলম খন্দকারের বিরুদ্ধে করা মামলা বাতিল করেছিলেন হাইকোর্ট।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :জুলাই ২০, ২০১৭ ৪:০৩ অপরাহ্ণ