নিজস্ব প্রতিবেদক:
দেশের বন্যা পরিস্থিতিসহ অন্যান্য ‘বিপর্যয়’কে ‘আল্লাহর গজব’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘হাসিনার অপশাসনে দেশে আল্লাহর গজব নেমেছে। শুধু খাদ্যের অভাবে নীরব দুর্ভিক্ষ চলছে, বন্যা হচ্ছে; অথচ প্রতিবেশী বন্ধু দেশগুলো পাশে দাঁড়ায়নি। সারা বিশ্ব এ সরকারের পাশে দাঁড়ায়নি এ সরকার অবৈধ বলে।’
জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের ‘দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে দখলদার সরকারের ব্যর্থতার’ প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সরকারের সমালোচনা করে দুদু বলেন, ‘এ অবৈধ সরকার বানভাসী মানুষের পাশে দাঁড়াতে চায় না, অন্যদেরকেও দাঁড়াতে দেয় না। হাওরে তারা ত্রাণ দিতে ব্যর্থ হয়েছে, পাহাড় ধসের ঘটনায় বিএনপির মহাসচিব ত্রাণ দিতে গেলে তার ওপর হামলা করেছে।’
দুদু বলেন, ‘আমরা দুর্গতদের পাশে দাঁড়াতে চাই, কিন্তু সরকার দাঁড়াতে দিতে চায় না। ত্রাণমন্ত্রী উপহাস করছেন, বিএনপি টাকা চাইলে তারা নাকি দেবেন, বদমায়েশিরও তো একটা শেষ আছে।’
সরকারকে সতর্ক করে বিএনপির এ নেতা বলেন, ‘এ জালিম সরকার ক্ষমতায় থাকলে আমরা আল্লাহর নেয়ামত পাবো কিনা সন্দেহ। খালেদা জিয়া দেশে ফিরলেই ফয়সালা হবে, জালিমরা ক্ষমতায় থাকবে নাকি গণতন্ত্রকামী মুক্তিযোদ্ধারা ক্ষমতায় আসবে।’ আয়োজক সংগঠনের সহ-সভাপতি একে এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।
দৈনিক দেশজনতা /এমএইচ