নিজস্ব প্রতিবেদক:
ভোলার লালমোহনে মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু হয়েছে। লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ স্লুইস গেট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই জেলে হলেন- ওই ইউনিয়নের মো. হোসেনের ছেলে কবির মাঝি (৩৫) ও ফয়েজউল্যাহর ছেলে রাসেল মাঝি (২০)। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর ঘটনাস্থল থেকে জানিয়েছেন, ভোর ৫টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যে জেলেরা মাছ ধরতে মেঘনা নদীতে নামেন। এ সময় ঝড়ের কবলে পড়ে ১৪ জেলে নিয়ে মোস্তাফিজ মাঝির ট্রলার ডুবে যায়। ১২ জেলে সাঁতরে তীরে উঠলেও বাকি দু’জন ট্রলার থেকে বের হতে পারেননি। পরে দুপুর ১২টায় ট্রলারটি উদ্ধার করা হলে সেখানে দু’জনের লাশ পাওয়া যায়।
দৈনিক দেশজনতা /এমএইচ