১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৬

ভারতে বাস খাদে পড়ে নিহত ২৮

নিজস্ব প্রতিবেদক:

ভারতের হিমাচল প্রদেশের শিমলার কাছে বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। খবর হিন্দুস্তান টাইমসের।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শিমলা থেকে ১২৫ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। শিমলার ডেপুটি কমিশনার রোহান চাঁদ ঠাকুর জানান, বাসটি রিকং পিও থেকে সোলান জেলার দিকে যাচ্ছিল।
বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল। যাত্রীদের মধ্যে ২৮  জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে উদ্ধারকারী দল তৎপরতা শুরু করেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২০, ২০১৭ ১২:৪০ অপরাহ্ণ