২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:২০

রাজশাহীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পবা ও পুঠিয়ায় এবং দুপুরে চারঘাটে এ ঘটনা ঘটে।
পবায় পানিতে ডুবে সুমি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ঘোষপুকুর বিল নেপালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সুমি আক্তার ওই গ্রামের বাবুল আক্তারের মেয়ে। সে সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
মৃত সুমি আক্তারের নানা রফিজ উদ্দিন শীর্ষনিউজকে জানান, একই গ্রামে বাড়ি হওয়ার কারণে সুমি আক্তার নানার বাড়িতেই থাকতো। প্রতিদিনের মতো বুধবার সকালে সুমি বিদ্যালয়ের যাওয়ার প্রস্তুতি হিসেবে খালে গোসল করতে নামে। ওই সময় সুমি পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও সুমিকে উদ্ধার করতে পারেনি। কিছু সময় পর অদুরে একটি ব্রিজের কাছে সুমির লাশ ভেসে উঠে দেখে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে চারঘাটে পদ্মায় ডুবে মাহিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহিম উপজেলার পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তার বাবার নাম মাজদুল হক। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
এদিকে, পুঠিয়া উপজেলার চক ধাদাস গ্রামে পুকুরের পানিতে ডুবে মারুফা নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মারুফার বাবা আক্কার আলী মেয়েকে পুকুর পাড়ে রেখে গোসল করতে নামেন। এসময় মারুফা পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ৭:৫৬ অপরাহ্ণ