২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৯

গাজীপুরে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে ব্যাবসায়ী মহিউদ্দিন (১৫) হত্যা মামলায় ৫জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূইয়া এ আদেশ দেন। রায়ে একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপর একটি ধারায় প্রত্যেককে তিন বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলেন-কালিগজ্ঞের ব্রহ্মনগাঁও এলাকার আঃ কাদিরের ছেলে শামীম (২৬), বাচ্চু মোল্লার ছেলে নূরুল ইসলাম (২৬), মজনু সরকার ওরফে মজলু সরকারের ছেলে সাদ্দাম হোসেন (২৬), আব্দুস ছালাম ওরফে ছেলামের ছেলে শফিকুল (২৭) ও ছমির উদ্দিনের ছেলে বাবু (২৬)। রায় ঘোষণার সময় সাদ্দাম হোসেন ও বাবু উপস্থিত থাকলেও অপর তিন আসামি পলাতক রয়েছে।

গাজীপুর জজ আদালতের অতিরিক্ত পিপি মোঃ মকবুল হোসেন কাজল জানান, ২০০৮ সালের ১৬ আগস্ট ব্রহ্মনগাঁও এলাকার ফজলুর রহমানের ছেলে মহিউদ্দিন তার মোবাইলে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে নিঁখোজ হয়। পর দিন স্থানীয় ময়েজ উদ্দিনের বাড়ির পাশের বিলে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত লাশ পাওয়া যায়। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা ফজলুর রহমান বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১০জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন। রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মকবুল হোসেন কাজল, আতাউর রহমান খান, আব্দুল করিম (ঠান্ডু)। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোঃ হানিফ শেখ ও বেগম জেবুন্নেছা মিনা।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ৮:২১ অপরাহ্ণ