১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

শিশু ধর্ষণের পর ও হত্যার দায়ে যুবকের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ায় শিশু ঈশিতা খাতুন (৭) ধর্ষণ ও হত্যা মামলায় জাহিদ মণ্ডল নামে একজনের মৃতুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) রেজা মোহাম্মদ আলমগীর হাসান বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৫ ডিসেম্বর বিকেল চারটার দিকে মা লিপি খাতুনের সঙ্গে মাঠে ঘাস কাটতে যায় ঈশিতা। ঘাস কাটা শেষে মাঠে ঈশিতাকে না পেয়ে বাড়িতে ফিরে আসেন লিপি খাতুন। বাড়িতে এসেও মেয়েকে না পেয়ে লিপি খাতুন প্রতিবেশীদের নিয়ে আবার মেয়েকে মাঠে খুঁজতে যান। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে উত্তর যদুবয়রা গ্রামের শওকত মণ্ডলের জমির স্যালোমেশিনের কাছে শুকনো কলাপাতার উপর মানকচুর পাতা দিয়ে ঢাকা অবস্থায় ঈশিতার লাশ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে জাহিদ মণ্ডলসহ আরো ২ থেকে ৩ জনকে পালিয়ে যেতে দেখেন প্রতিবেশীরা। ঈশিতার মুখের বাম পাশের চোখের নিচে কালো আঘাতের চিহ্ন এবং গলা ও ঘাড়ের অংশে কালো দাগ দেখতে পায় এলাকাবাসী। ওইদিনই নিহতের বাবা মো. ইসারুল শেখ বাদী হয়ে কুমারখালী থানায় জাহিদ মণ্ডলসহ (৩৫) অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামি জাহিদ মণ্ডলকে গ্রেফতার করে আদালতে পাঠান। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ জাহিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন। পুলিশ প্রতিবেদন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি জাহিদ মণ্ডল আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মিয়া মোহম্মদ রেজাউল হক। এ রায়ে নিহতের স্বজনরা সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ৭:৩৬ অপরাহ্ণ