১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৯

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর বাউফল-দুমকি সড়কের তালতলি এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে দু’জন আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া চালক আহত হয়েছেন। বুধবার দুপুর সোয়া ১টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার চরগরবদি ফেরিঘাট থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে দুই যাত্রী লেবুখালী ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দেন। বেপরোয়া গতির মোটরসাইকেলটি তালতলির বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ওই দুই যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রিয়াজ (৩০) গুরুতর জখম হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত চালককে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ৪:২৫ অপরাহ্ণ