১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৩

পরীক্ষা দিতে ব্যার্থ হওয়ায় মেডিকেল শিক্ষার্থীর ‘আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা থেকে হাবীবা কুলসুম খুশি (২০) নামের মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার এসআই আনোয়ার হোসেন পরিবর্তন ডটকমকে বলেন, ‘সকাল পৌনে ১১টার দিকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করি। ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে আত্মহত্যা করেছে ছাত্রীটি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ ছাত্রীটির মামা আওয়াল হোসেন জানান, শরীরে পক্স উঠার কারনে তার ভাগ্নি ১ম সেমিষ্টার পরীক্ষায় অংশ নিতে পারে নাই। এ বিষয় নিয়ে সে বিষন্নতায় ভুগছিল। এতে সে অভিমান করে আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি।’  হাবিবার বাবা আবদুল হাকিমের গ্রামের বাড়ি নওগাঁ জেলা সদরের পাহাড়পুরে। রাজধানীর উত্তরার ৯ নং সেক্টরের ৩ নং রোডের ৩১ নং বাসায় থাকত হাবিবা কুলসুম।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ৪:৩২ অপরাহ্ণ