নিজস্ব প্রতিবেদক:
দেশের উত্তরাঞ্চলের জনপদ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাবাসী পল্লী বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ। সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করেও ২৪ ঘণ্টার মধ্যে ৪ ঘণ্টা ঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছেন না তারা। অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে বিঘ্ন ঘটছে ছাত্র-ছাত্রীদের লেখাপড়াতে। দিনে-রাতে সমানতালে লোডশেডিং থাকায় বিদ্যুতের উপর নির্ভরশীল এখানকার অনেকের দৈনিক কাজকর্মে নেমে এসেছে বিপর্যয়। এছাড়াও বিদ্যুৎ নির্ভর মিল-চাতাল, মুরগির খামারে দেখা দিয়েছে বিপর্যয়। বিদ্যুৎ সমস্যায় অনেক মুরগি খামারীকে বাড়তি টাকা খরচ করে জেনারেটরের মাধ্যমে আলো ও বাতাস সরবরাহ করতে হচ্ছে। একই পথ অবলম্বন করতে হচ্ছে এখানকার ব্যাংক প্রতিষ্ঠানসহ ফটোস্ট্যাট, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবসায়ীদের।
গত কয়েকদিন ধরে এখানে ভ্যাপসা গরম বিরাজ করছে। বৈদ্যুতিক ফ্যানের একটু শীতল বাতাস নেওয়ার চেষ্টা করেও লোডশেডিংয়ের কারণে গ্রাহকরা সেই সুযোগ পাচ্ছেন না এখানকার। ফলে রাতের গরমে ঘুম হারাম হচ্ছে অনেকের। ফুলবাড়ী উপজেলা সদর ইউনিয়নের কবির মামুদ গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (৫০) জানান, সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করার পরেও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকতে হচ্ছে। এখানে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে ছেলে-মেয়েদের লেখা-পড়া হচ্ছে না। পানিমাছকুটি গ্রামের মোজাম্মেল হক (৪৮) জানান, গরমে বিদ্যুৎ না থাকায় রাতে ঘুমাতে হচ্ছে ঘরের মেঝেতে শুয়ে । একই কথা জানালেন কবিরমামুদ গ্রামের ব্যবসায়ী আবদুর রশিদ (৩০), চন্দ্রখানা বালাটারী গ্রামের লুৎফর রহমানসহ (৩৮) আরো অনেকে।
ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকরা আরো জানান, ফুলবাড়ী উপজেলা সদরের চেয়ে গ্রামগঞ্জে পল্লী বিদ্যুৎ ২৪ ঘণ্টার ৪ ঘণ্টাও সরবরাহ হচ্ছে না। এখানে সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ না হওয়ায় তাদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে । তারা ফুলবাড়ীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩/১১ কেভি ৫ এমভিএ উপ-কেন্দ্র অফিস সূত্রে জানা গেছে, বিদ্যুতের চাহিদার চেয়ে বরাদ্দ কম পাওয়ায় এখানে বিদ্যুতের লোডশেডিং বেশি হচ্ছে। উপ-কেন্দ্রটির লাইনম্যান দিদার হোসেন জানান, বর্তমান ফুলবাড়ীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দিনের বেলা তিন মেগাওয়াট ও রাতের জন্য সাড়ে চার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু এখানে বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যাচ্ছে দিনে ১ মেগাওয়াটের অর্ধেক ও রাতে বরাদ্দ পাওয়া যাচ্ছে ১ মেগাওয়াটের একটু বেশি। এতে করে ফুলবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না।
দৈনিকদেশজনতা/ আই সি