১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪০

কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা, সাবেক এমপিসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে বুধবার সদস্য ফরম বিতরণ কালে যুবলীগ কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সাবেক সংসদ সদস্যসহ অন্তত ৫জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে প্রাইভেট কার ও মোটরসাইকেল।

আহতরা হলেন— বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, পৌর বিএনপির সভাপতি আব্দুর রসিদসহ ৫জন।

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক জানান, বেলা ১২ টার দিকে বিএনপির কার্যালয়ে সদস্য ফরম বিতরণকালে যুবলীগ কর্মীরা হামলা চালায়। এসময় বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া- ২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামসহ ৫ জন আহত হন। সেই সাথে শহিদুল ইসলামের ব্যবহৃত প্রাইভেট কার ও ৪টি মোটরসাইকেল ভাঙচুর করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি কার্যালয়ে যুবলীগের কর্মীরা হামলা চালায়। এসময় হাতাহাতির ঘটনা ঘটে। তবে কার নেতৃত্বে হামলা চালিয়েছে তা জানেন না বলে জানান ওসি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ৪:০৫ অপরাহ্ণ