২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

খুলনায় ছিনতাইকারীর দু’চোখ তুলে নিল জনতা

নিজস্ব প্রতিবেদক:

খুলনায় মো. শাহজালাল ওরফে শাহ (৩১) নামে এক ছিনতাইকারীর দুই চোখ উপড়ে দিয়েছে জনতা। মহানগরীর গোয়ালখালী বাসস্ট্যান্ডে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। শাহজালাল মহানগরীর খালিশপুর নয়বাটি রেল বস্তি এলাকার জাকির হোসেনের ছেলে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম খান জানান, রাত সাড়ে ১১টার দিকে খালিশপুরের পুরাতন যশোর রোডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শুকুর আহমেদকে দেখতে তার মেয়ে সোমা আক্তার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে দু’জন ছিনতাইকারী তার ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়। যার মধ্যে নগদ ৮ হাজার টাকা ও দু’টি মোবাইল ছিল। তার চিৎকারে স্থানীয় জনতা ছিনতাইকারী শাহকে ধরে ফেলে এবং অপর ছিনতাইকারী  শুভ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। শাহকে আটকের পর স্থানীয় জনতা তাকে গণপিটুনী দিয়ে দুই চোখ তুলে নেয়। খবর পেয়ে পুলিশ শাহকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করে। এ ঘটনায় সোমা আক্তার দ্রুত বিচার আইনে খালিশপুর থানায় মামলা করেছেন।

শাহের বিরুদ্ধে পিরোজপুর, খুলনা সদর ও ডুমুরিয়া থানায় হত্যা, ডাকাতি, মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে বলেও জানান ওসি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ৩:৪৬ অপরাহ্ণ