১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২০

পিতা হত্যার আসামিকে স্ত্রীর জিম্মায় জামিন

নিজস্ব প্রতিবেদক:

পিতা হত্যার মামলায় দীর্ঘ নয় বছর ধরে কারাবাসের পর স্ত্রীর জিম্মায় জামিন পেয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের ছালেহ আহম্মদ ওরফে কালু।  বুধবার বিচারপতি আব্দুল হাকিম ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই জামিন দেন। আদালতে আসামির পক্ষে ছিলেন আইনজীবী মিন্টু কুমার মন্ডল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ।

পরে আইনজীবী মিন্টু কুমার মন্ডল সাংবাদিকদের জানান, পিতার হত্যার মামলায় ২০০৮ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ছালেহ আহম্মদ ওরফে কালু বিনা বিচারে জেল খাটছে। এ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো সাক্ষ্যগ্রহণ করা হয়নি। তাছাড়া তিনি সিজোফ্রানিয়ায় (মানসিক রোগ) আক্রান্ত। তাই এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত তার জামিন দিয়েছেন।

এর আগে গত ২ জুলাই এ আসামির কোনো আত্মীয়-স্বজন আছেন কিনা তা ১৩ জুলাই আদালতকে অবহিত করতে বলা হয়। পাশাপাশি আসামির পক্ষে কেউ জামিনদার হতে পারবে কিনা সেটিও জানাতে বলা হয়। পরে তার স্ত্রী জিম্মায় নিতে রাজি হলে আদালত আজ শুনানি নিয়ে আসামি কালুকে তার স্ত্রীর জিম্মায় জামিন মঞ্জুর করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ৩:৫২ অপরাহ্ণ