১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৫

ঢাকা জেলা পরিষদের ৬ প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় ঢাকা জেলা পরিষদের ৬ প্রকৌশলী ও ব্যাংক কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়। বুধবার দুদকের জনসংযোগ দপ্তর এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, শিগগিরই অনুমোদন পাওয়া চার্জশিট মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম আদালতে দাখিল করবেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- ঢাকা জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মো. জাকির হায়দার, মো. আসাদুজ্জামান, এটিএম মিজানুর রহমান, এমএ ফারুক লস্কর, মোহাম্মদ মফিজুর রহমান, মো. নুর নবী পাঠান, উচ্চমান সহকারী মো. রিয়াজত উল্লাহ ও নিম্নমান সহকারী মো. তৌহিদুল ইসলাম ভূঁইয়া।

মেসার্স সিকদার ট্রেডার্সের মালিক মো. জাকির হোসেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের বরখাস্তকৃত সিনিয়র নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, হিসাবরক্ষক মো. গোলাম মোস্তফা।তবে মেসার্স হাজী এন্টারপ্রাইজের মালিক হাজী মিজানুর রহমানএই মামলার এজাহারভুক্ত আসামিও হলে চার্জশিট থেকে তাকেঅব্যাহতি দেওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ঢাকা জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় ২৯টি ভুয়া প্রকল্পের মাধ্যমে কয়েক দফায় ২৬ লাখ ৯৩ হাজার ২৫০ টাকা আত্মসাৎ করেন। এই ঘটনায় দুদকের উপপরিচালক আবুবকর সিদ্দিক বাদী হয়ে ২০১৫ সালে ১২ অক্টোবর তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ৩:৩৯ অপরাহ্ণ