১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২২

আশুলিয়ায় বাস উল্টে পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক:

আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে গিয়ে এক পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার সকাল ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গাজীপুরের চন্দ্রা থেকে পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস আশুলিয়ার নবীনগরে যাচ্ছিল। পলাশবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে বাসটি সড়কের উপর উল্টে যায়।

এতে এক পথচারী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ১:০৭ অপরাহ্ণ