১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৭

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮২২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ২২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ১:১৫ অপরাহ্ণ