আন্তর্জাতিক ডেস্ক:
জার্মানিতে চার্চের ভিতরেই ৬ দশক ধরে চার্চ গায়ক দলের ৫৬৭ জন বালক শারীরিক ও যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে দেশটির এক প্রতিবেদনে ওঠে এসেছে। প্রায় ৬ শত ঘটনা নিয়ে চালানো এ তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয় মঙ্গলবার। বিবিসির সংবাদে প্রকাশ।
প্রতিবেদনটিতে ১৯৪৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মাঝামাঝি সময়ের এ সব ঘটনায় চার্চের ৪৯ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। তবে অতীত ঘটনার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সম্ভাবনা কম। নিপীড়নের শিকার ভুক্তভোগীরা বলেছেন, নরক, কারাগার এবং নির্যাতন শিবিরের মতই ছিল এসব অভিজ্ঞতা।
তবে এ প্রতিবেদনে অবসরপ্রাপ্ত পোপ ষোড়শ বেনেডিক্ট এর বড় ভাই যিনি চার্চের গায়কদলের প্রধান ছিলেন, জড়িত নয় বলে জানিয়েছে এবং এ তার বিরুদ্ধে সমালোচনা থেকে রেহায় দিতে বলা হয়েছে, এসব যৌন নিপীড়ন নিয়ে আসলে তিনি কিছু জানতেন না।
তদন্ত পরিচালনার সদস্য উলরিখ ওয়েভার জানান, পোপ ষোড়শ বেনেডিক্টের ভাই জর্জ রাজিনজার যার বয়স এখন ৯৩, তিনি ১৯৬৪ থেকে ১৯৯৪ চার্চসমূহের গায়কদলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এ সময় কি ঘটেছে জানতেন না। দল পরিচালনার সময় এ নিয়ে কোন ধরণের আলোচনাই হয়নি।
ওয়েভার জানান, প্রায় ৬ শত ঘটনা নিয়ে চালানো এ তদন্তের প্রতিবেদনে দেখা যায় ৫০০ টি শারীরিক নির্যাতন ও ৬৭টি যৌন নিপীড়নের ঘটনা ঘটে উল্লেখিত ৬০ বছরে।
তিনি আরো অনেক শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে বা সরাসরি কথা বলতে সক্ষম হননি। যার কারণে তিনি ধারণা করছেন প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা ৭ শতের চেয়েও বেশি হবে।
দৈনিক দেশজনতা /এমএইচ