নিজস্ব প্রতিবেদক:
মাদক বহনের অপরাধ প্রমাণিত হওয়ায় তিন পাচারকারীকে সাত বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার জননিরাপত্তা বিঘ্নতকারি অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় প্রদান করেন । দন্ডিতরা হলো নড়াইল মিরাপাড়া গ্রামের মৃত মতিউর রহমান খানের ছেলে শামীম ওরফে মেহেদি হাসান, যশোর কিসমত এলাকার বাসিন্দা আব্দুস সত্তার শেখের ছেলে অহিদুল ইসলাম ও খুলনা আরশ নগর এলাকার বাসিন্দা আলী মোরালের ছেলে মাসুদ আলী মোরাল। আদালতের বেঞ্চ সহকারি ফিরোজুল ইসলাম জানান- ২০১২ সালের ১৬ জুলাই রাতে শিকারপুর ব্রিজে চেকপোস্ট বসায় র্যাব-৮ এর একটি দল। এসময় সাতক্ষীরা-যশোর-বরিশালগামী একটি বাস থেকে দন্ডিতদের আটক করে ৬৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এঘটনায় ওই দিনই ডিএডি মো. আলমগীর হোসেন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা করেন। একই বছরের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেয় থানার এসআই লুৎফর রহমান। মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ঐ রায় দেন। রায় ঘোষণার সময় পাচারকারীরা সবাই পলাতক ছিলেন।
দৈনিকদেশজনতা/এন এইচ